Apan Desh | আপন দেশ

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে শীতবস্ত্র বিতরণ

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০০, ২৫ জানুয়ারি ২০২৫

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে শীতবস্ত্র বিতরণ

ছবি : আপন দেশ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে রাঙামাটিতে শীতবস্ত্র বিতরণ করেছে স্থানীয় বিএনপির নেতারা। শনিবার (২৫ জানুয়ারি) সকালে দলীয় কার্যালয়ের সামনে শীতবস্ত্র বিতরণ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন।

জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়, জেলার দশ উপজেলার পাঁচ হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে। এদিন দলীয় কার্যালয় থেকে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে জেলা বিএনপির সহ- সভাপতি বাবুল আলী, যুগ্ম সম্পাদক দেবজ্যোতি চাকমা, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস, নগর বিএনপির সভাপতি এস এম শফিউল আজম, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার ( জাসাস) জেলা কমিটির সাধারন সম্পাদক কামাল হোসেনসহ দলটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সহ দফতর সম্পাদক নাসের খান। 

শীতবস্ত্র পেয়ে বেজায় খুশি হয়েছেন শীতার্ত মানুষেরা। তারা বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়