
ছবি : আপন দেশ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার ওসি উবায়দুর রহমান ও আঠারোবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম কিবরিয়াকে ২৪ ঘন্টার মধ্যে অপসারণের দাবি জানিয়েছে আমরা ঈশ্বরগঞ্জবাসী ঢাকা। দাবি জানিয়ে শনিবার (২৫ জানুয়ারি, ২৫) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, ঈশ্বরগঞ্জ থানার ওসি উবায়দুর রহমান ও আঠারোবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম কিবরিয়ার প্রত্যক্ষ মদদ ও ছত্রছায়ায় ঈশ্বরগঞ্জের যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। এলাকায় অতীতের তুলনায় মাদক, ক্যাসিনো জুয়া, ওয়ানটেন জুয়া, চোরাকারবারি, গরু চুরি, গাড়ি চুরি ও মিথ্যা মামলাসহ অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে।
শুধু তাই নয়, শান্তির জনপদ ঈশ্বরগঞ্জে আজ জনসাধারণের নিরাপত্তা বলতে কিছুই নেই। তাদেরকে রাত জেগে বাড়িঘর, দোকানপাট ও ব্যবসা-বাণিজ্য পাহাড়া দিতে হচ্ছে। অথচ, ঈশ্বরগঞ্জ থানার ওসি উবায়দুর রহমান ও আঠারোবাড়ী তদন্তকেন্দ্রের ইনচার্জ গোলাম কিবরিয়া যথাযথ পদক্ষেপ গ্রহণ না করে উল্টো একশ্রেণীর সন্ত্রাসীদেরকে মদদ দিয়ে যাচ্ছে। তারা সাধারণ মানুষকে জিম্মি করে বিপুল অঙ্কের টাকা আদায় করছে। এতে করে ঈশ্বরগঞ্জের সাধারণ মানুষ আজ তাদের প্রতি ত্যক্ত-বিরক্ত। তাই তাদেরকে অবিলম্বে অপসারণ করতে হবে। নইলে আমরা আবারো কর্মসূচিতে যাবো।
মানববন্ধনে উপস্থিত ছিলেন আলহাজ্ব এম এ মান্নান, সাঈদুর রহমান, নারী নেত্রী মির্জা শেলী, মানবাধিকার কর্মী ও সাংবাদিক এলিজা রহমান, শফিকুল ইসলামসহ আরো উপস্থিত ছিলেন ঢাকায় অবস্থানরত ঈশ্বরগঞ্জের বরেণ্য ব্যক্তিবর্গ।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।