
ছবি : আপন দেশ
ঘন কুয়াশার কারণে দেশের গুরুত্বপূর্ণ নৌরুট রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) ভোর ৬টা ৫০ মিনিট থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
এর আগে নদী এলাকায় কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। এতে সকাল ৬টা ৫০ মিনিটে পুরো নৌরুট কুয়াশার চাদরে ঢেকে যায়। যে কারণে অস্পৃষ্ট হয়ে পরে মার্কিন বাতি। নৌ দুর্ঘটনা এড়াতে ফেরিচলাচল বন্ধ ঘোষনা করা হয়।
এদিকে ফেরি চলাচল বন্ধের কারণে ঘাটে ফেরি যানবাহন নিয়ে আটকে নোঙর করে আছে। দৌলতদিয়া ঘাট প্রান্ত এলাকাজুড়ে সারি সারি যানবাহন দাঁড়িয়ে আছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীসহ চালকরা এবং যানবাহন নিয়ে ৭টি ফেরি নোঙর করে পদ্মার দৌলতদিয়া প্রান্তে আটকে আছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, রোববার ভোর ৬টা ৫০ মিনিট থেকে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। কুয়াশার মাত্রা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।