Apan Desh | আপন দেশ

ক্লিন এনার্জি, টেকসই ভবিষ্যৎ প্রতিপাদ্যে রাঙামাটিতে মানববন্ধন

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩৭, ২৬ জানুয়ারি ২০২৫

ক্লিন এনার্জি, টেকসই ভবিষ্যৎ প্রতিপাদ্যে রাঙামাটিতে মানববন্ধন

ছবি: আপন দেশ

‘ক্লিন এনার্জি, টেকসই ভবিষ্যৎ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬জানুয়ারি) সকালে সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে ক্লিন এনার্জি (পরিছন্ন জ্বালানী) অপরিহার্য, সময়োপযোগী এবং নির্ভরযোগ্য জ্বালানী হিসেবে বৈশ্বিকভাবে বিবেচিত। ক্লিন এনার্জি নবায়নযোগ্য জ্বালানী হিসেবে একটি আশার আলো হিসেবে আবির্ভূত হয়েছে এবং মানব স্বাস্থ্যর উপর নূন্যতম প্রভাব ফেলে। সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ এবং ভূতাপীয় শক্তির মতো নবায়নযোগ্য উৎস থেকে প্রাপ্ত জ্বালানী আমাদের জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা হ্রাস এবং বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব কমাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সনাক জেলা কমিটির সভাপতি প্রফেসর বাঞ্চিতা চাকমার সভাপতিত্বে বক্তব্য দেন, সনাক সদস্য এ্যাডভোকেট সুষ্মিতা চাকমা, পরিবেশ এসিজি সমন্বয়কারী বাবুল মারমা, ছাত্র প্রতিনিধি দ্যুতিমন দেওয়ান, মো. ইমাম হোসেনসহ অন্যান্যরা।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়