
ছবি: আপন দেশ
বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারি শামসুর রহমান শিমুল বিশ্বাসের আহবানে সাড়া দিয়ে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে পাবনায় কম্বল বিতরণ করা হয়েছে।
রোববার (২৬ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ ঈদগাহ সংলগ্ন মাঠে এক অনুষ্ঠানে শতাধিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সদস্যদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, সাবেক সহ-সভাপতি কামাল সিদ্দিকী, জেলা যুবদলের আহবায়ক হিমেল রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কমল শেখ টিটু, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, এবি ট্রাস্টের সদস্য ওয়ারেছ উদ্দিন, রেড ক্রিসেন্ট সোসাইটির সাঈদ মোহাম্মদ শামীম রহমান, আরিফ আহম্মেদ।
আপন দেশ/এসএমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।