Apan Desh | আপন দেশ

বাংলাবান্ধা স্থলবন্দরে আন্তর্জাতিক কাস্টম দিবস পালিত

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৯, ২৬ জানুয়ারি ২০২৫

বাংলাবান্ধা স্থলবন্দরে আন্তর্জাতিক কাস্টম দিবস পালিত

ছবি: আপন দেশ

কাস্টমস সেবায় প্রতিশ্রুতি দক্ষতা নিরাপত্তা প্রগতি-এ প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়া বাংলাবান্ধা স্থলবন্দরে পালিত হয়েছে আন্তর্জাতিক কাস্টমস দিবস। 

এ উপলক্ষে রবিবার (২৬ জানুয়ারি) সকালে বাংলাবান্ধা জিরো লাইনে বাংলাদেশের বাংলাবান্ধা কাস্টমস ও ভারতের ফুলবাড়ি কাস্টমসের মধ্যে শুভেচ্ছা ও মিষ্টি বিনিময় করা হয়। 

শুভেচ্ছা ও মিষ্টি বিনিময় শেষে স্থলবন্দরের কনফারেন্স রুমে স্থলবন্দরের শুল্ক স্টেশনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বাংলাবান্ধা স্থল শুল্ক স্টেশনের উপ-কমিশনার মো.ইসাহাকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মো: শরিফ হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্থলবন্দরের শুল্ক স্টেশনের সহকারী কমিশনার মইনুল হাসান, বাংলাবান্ধা স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা তুহিন চৌধুরী, পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি পরিচালক শাহাদাত হোসেন রন্ধসঢ়;জু, সোহেল রানা মানিক প্রধান, সিআ্যন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইবনে সফি নাসিনুল হাসান, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, স্থলবন্দর আমদানি রফতানি গ্রুপের কোষাধ্যক্ষ মোজাফফর হোসেন, ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই ফিরোজ কবির, যমুনা টেলিভিশনের পঞ্চগড় জেলা প্রতিনিধি রনি মিয়াজি, বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেড ম্যানেজার আবুল কালাম আজাদসহ বন্দরের বিভিন্ন কর্মকর্তা ও
ব্যবসায়ীবৃন্দ।  

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়