
ছবি: আপন দেশ
টাঙ্গাইলের কালিহাতীতে আন্তঃ জেলা অপহরণ ও ছিনতাই চক্রের মূলহোতা ইউনুছ আলীকে(৩২) আটক করেছে কালিহাতী থানা পুলিশ।
শনিবার (২৫ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে মির্জাপুর থানার পাকুল্লা এলাকায় থেকে আন্তঃ জেলা অপহরণ ও ছিনতাই চক্রের মূলহোতাকে আটক করা হয়।
আটককৃত ইউনুছ লালমনিহাট জেলার আদিতমারী উপজেলার সারপুকুর গ্রামের মৃত আহাদ আলীর ছেলে।
কালিহাতী থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া জানান, হাসান তালুকদার নামের এক ব্যক্তি ঢাকা মাটিকাটা যাওয়ার উদ্দেশ্যে সিএনজি যুগে এলেঙ্গা বাসস্ট্যান্ডে আসেন। এলেঙ্গা বাসস্ট্যান্ড হতে প্রাইভেটকার যুগে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন। প্রাইভেট কারের পিছনের সিটে ওঠার পর আরোও ৩ জন যাত্রীবেশী উক্ত প্রাইভেটকারে বসে। আসামি সামনের সিটে এবং অপর দুইজন প্রাইভেট কারের পিছনে হাসানের দুইপাশে বসে ঢাকা অভিমুখে রওনা করে। কিছুদুর যাওয়ার পরে হাসান তালুকদারের চোখ বাধিয়া মারপিট করে মুক্তিপণ দাবি করেন। পরিবারের লোকজন বিভিন্ন জায়গা থেকে মুক্তিপনের টাকা বিকাশের মাধ্যমে পাঠায়।
এ বিষয়ে কালিহাতী থানা পুলিশকে অবগত করলে এসআই ইমাম ও এএসআই রেজাউল করিমের নেতৃত্বে অভিযান চালিয়ে নগদ পঁচিশ হাজার টাকা ও ভিকটিম হাসান তালুকদারকে উদ্ধার এবং অপহরণ ও ছিনতাই চক্রের মূল হোতা ইউনুছ আলীকে আটক করা হয়। আটককৃতর বিরুদ্ধে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।
আপন দেশ/এসএমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।