
ছবি: আপন দেশ
সাতক্ষীরার কালিগঞ্জে আওয়ামী লীগের দোসরকে নিয়ে বিএনপির দেয়া কমিটির প্রতিবাদ এবং বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জানুয়ারি) সকালে উপজেলার তাঁরালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে তাঁরালী ও চম্পাফুল বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
তাঁরালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরশাদ আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল আজিজ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান, বিএল কলেজ ছাত্রদলের সাবেক ভিপি গোলাম ফারুক, সাতক্ষীরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি মিলন কুমার সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এস.এম সেলিম আহমেদ, চম্পাফুল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইলুজ্জামান খান, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাদ্দাম ফরহাদ, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক কিসমতল বারি, তারালি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক মোনাজাত আলী প্রমুখ।
বক্তারা বলেন, উপজেলা এিনপির আহবায়ক চেয়ারম্যান এবাদুল ইসলাম ও সদস্য সচিব ডা. শফিকুল আলম বাবু সম্প্রতি তাঁরালী ও চম্পাফুল ইউনিয়ন বিএনপির যে কমিটি অনুমোদন দিয়েছেন তাতে আওয়ামী লীগের দোসরদের অনেকেরই এ কমিটিতে রাখা হয়েছে। যা নিয়ে উপজেলাব্যাপী তোলপাড় শুরু হয়েছে এবং বিএনপি নেতা-কর্মীরা বিষয়টি নিয়ে ফুসে উঠেছেন। এ ঘটনায় আজ সকালে বিক্ষাভ মিছিল ও মানববন্ধন করেছেন তারা।
উক্ত বিক্ষোভ মিছিল ও মাননববন্ধন থেকে বক্তারা উপজেলা এিনপির আহবায়ক চেয়ারম্যান এবাদুল ও সদস্য সচিব ডা. শফিকুলকে অবাঞ্ছিত ঘোষণা করেন। একই সাথে তারা এ অবৈধ কমিটি বাতিল না করা হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন বলে হুশিয়ারী দেন।
আপন দেশ/এসএমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।