Apan Desh | আপন দেশ

যুবদল নেতার বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৯, ২৬ জানুয়ারি ২০২৫

যুবদল নেতার বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ

ছবি: আপন দেশ

টাঙ্গাইল পৌরসভার বিশ্বাস বেতকা সূত্রধর পাড়া এলাকায় জেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহিদ হোসেন মালার বিরুদ্ধে সংখ্যালঘুদের ওপর হামলার ও বাসায় ঢুকে নির্যাতনের অভিযোগ উঠেছে। 

হামলার ঘটনায় রোববার (২৬ জানুয়ারি) বেলা ১২ টার দিকে বিশ্বাস বেতকা শ্রী শ্রী কালী মন্দিরের সামনে মানববন্ধন করে তারা। 

এ সময় তারা বলেন, আমরা আজ টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন করার কথা ছিলো কিন্তু পুলিশের বাঁধার মুখে আমরা কলোনীর ভিতরে মন্দিরের সামনে মানববন্ধন করলাম। আমাদের ওপর প্রতিনিয়ত মালা বাহিনী হামলা ও অত্যাচার করে চলেছে। গতকাল দুপুরে প্রণয় চন্দ্র নামে এক কিশোরকে বাড়িতে এসে হামলা করে মালা গংরা। এ সময় তারা আমার প্রতিবেশীদের বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালায়। আমরা এ মালার বিচার দাবী করছি। 

এ সময় উপস্থিত ছিলেন বিশ্বাস বেতকা শ্রী শ্রী কালী মন্দিরের সাধারণ সম্পাদক রমনাথ চন্দ্র সুত্রধর, নুপুর চন্দ্রসহ অন্যান্য সাধারণ হিন্দু সম্প্রদায়ের বাসিন্দারা।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়