Apan Desh | আপন দেশ

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বাংলাদেশি আটক

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ০৯:২৯, ২৭ জানুয়ারি ২০২৫

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বাংলাদেশি আটক

ছবি : আপন দেশ

পঞ্চগড়ে রাতের অন্ধকারে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় বিজিবির হাতে আটক হয়েছে সবুজ (২৫) নামের এক বাংলাদেশি। আটককৃত যুবক জেলার সদর উপজেলাধীন নাককাঠিপাড়া গ্রামের মৃত মোক্তার হোসেনের ছেলে। রোববার (২৬ জানুয়ারি) বিকেলে নীলফামারী ব্যাটালিয়নের ৫৬ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি জানান। 

বিজিবি জানায়, শনিবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত প্রায় ৩টার দিকে জেলার সদর থানার ঘাগড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৫৩/১-এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোমিনপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের অনুপ্রবেশের প্রাক্কালে ঘাগড়া বিওপির চৌকষ আভিযানিক দল তাকে আটক করে। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, সে অবৈধভাবে গরু আনতে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ব্যক্তিগত ১ টি মোবাইলসহ পঞ্চগড় জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

৫৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, সদর দফতর বিজিবির নির্দেশনা অনুযায়ী  দায়িত্বপূর্ণ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। যে কোন মূল্যে অবৈধ অনুপ্রবেশ রোধে ৫৬ বিজিবি কঠোর নজরদারি নিশ্চিতের পাশাপাশি অনুপ্রবেশ বন্ধে সদা প্রস্তুত রয়েছে।

পঞ্চগড় সদর থানার ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, সবুজ (২৫) নামের এক বাংলাদেশিকে আটক করে আমাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি। এ ঘটনায় আজ রাত ৮টার দিকে ওই যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) সকালে তাকে আদালতে তোলা হবে। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়