Apan Desh | আপন দেশ

আজ ঐতিহাসিক সলঙ্গা দিবস 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি  

প্রকাশিত: ১২:২৬, ২৭ জানুয়ারি ২০২৫

আজ ঐতিহাসিক সলঙ্গা দিবস 

ছবি : আপন দেশ

আজ ২৭ জানুয়ারী, সোমবার ঐতিহাসিক সলঙ্গা বিদ্রোহ দিবস। ১৯২২ সালের এ দিনে সিরাজগঞ্জের সলঙ্গা হাটে ইতিহাসের বর্বর ও নিষ্ঠুর হত্যাযজ্ঞ ঘটানো হয়। 

প্রায় একশ বছর আগে সলঙ্গা হাটে বিলেতি পণ্য বর্জনে সাড়া দেয়া দেশপ্রেমে উদ্বুদ্ধ হাটুরে সাধারণ জনগণের ওপর তাৎকালীন ব্রিটিশ সরকারের পুলিশ বাহিনী নির্বিচারে গুলি চালায়। সেদিন পুলিশের গুলিতে প্রায় সাড়ে চার হাজার মানুষ হতাহত হয়েছিলো বলে জানা যায়। 

সে সময়ের যুবক কংগ্রেসকর্মী মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিশের নেতৃত্বে বিলেতি পণ্য বর্জন আন্দোলনের খবর পেয়ে তৎকালীন পাবনা জেলা ম্যাজিস্ট্রেট মি. আর এন দাস, পুলিশ সুপার ও সিরাজগঞ্জ মহকুমা প্রশাসক মি. এসকে সিংহা পুলিশ বাহিনীর ৪০ জন সদস্য নিয়ে সলঙ্গা হাটে উপস্থিত হন। পুলিশ হাটে ঢুকে যুবক আব্দুর রশিদ তর্কবাগিশকে আটক এবং মারপিট করে আহত করেন। এ সময় হাটে আসা সাধারণ জনগণ উত্তেজিত হয়ে উঠলে ম্যাজিস্ট্রেটের নির্দেশে পুলিশ বাহিনী নির্বিচারে জনগণের ওপর গুলি চালায়। 

সরেজমিনে রোববার (২৬ জানুয়ারি) সলঙ্গা গোহাটে গিয়ে দেখা য়ায়, সলঙ্গা বিদ্রোহে শহীদদের স্বরণে একটি স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন (২০০৬ সালে) করা হয়েছে। সিরাজগঞ্জ-৩ ( রায়গঞ্জ-তাড়াশ ) আসনের সে সময়ের এমপি আব্দুল মান্নান তালুকদারে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 

মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিশ স্মৃতি পাঠাগার ও সমাজকল্যাণ সমিতির সহ সভাপতি গজেন্দ্রনাথ মন্ডল বলেন ঐতিহাসিক সলঙ্গা বিদ্রোহ দিবসটি স্বরণে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা সভা ও মিলাদ মাহফিল হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়