Apan Desh | আপন দেশ

সাজেকে পর্যটকবাহী জিপ উল্টে আহত ৮

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৩, ২৭ জানুয়ারি ২০২৫

আপডেট: ২০:৫৩, ২৭ জানুয়ারি ২০২৫

সাজেকে পর্যটকবাহী জিপ উল্টে আহত ৮

ছবি: আপন দেশ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট-সাজেক সড়কে পর্যটকবাহী জিপ (চাঁদের গাড়ি) উল্টে আটজন পর্যটক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোমবার (২৭ জানুয়ারি)  সকাল ১১টায় বাঘাইহাট-সাজেক সড়কের এগুজ্জেছড়ি এলাকায় জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, আব্দুল হাই (৪০), মো. ইনতাজ আলী (৪০), মো. আশরাফ (৫০), মো. নুরুল ইসলাম (৬২), মো. রুবেল (৩০), ও আল আমিন (৩২)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বাঘাইহাট থেকে জিপটি ১১ জন পর্যটক নিয়ে সাজেকের রুইলুই পর্যটনকেন্দ্রে (সাজেক ভ্যালি) যাচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে এগুজ্জেছড়ি এলাকায় পৌঁছালে পর্যটকবাহী জিপটি নিয়ন্ত্রণ হারায়। এতে সড়কের বাইরে উল্টে যায়। এ সময় জিপে থাকা শিশুসহ আটজন আহত হন। 

খবর পেয়ে মাচালং এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে আহতদের উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করেন। তবে আহতদের মধ্যে সবাই আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মহিমা বড়ুয়া বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ছয়জন পর্যটককে হাসপাতালে আনা হয়েছে। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়