
ছবি: আপন দেশ
ময়মনসিংহের ভালুকায় গরু চোর চক্রের উৎপাত বেড়েছে। প্রতি রাতেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে চুরি হচ্ছে গরু। গরু চুরির আতঙ্কে রাত পার করছেন কৃষকরা।
রোববার (২৬ জানুয়ারি) রাতে উপজেলার ধীতপুর ইউনিয়নের ধলিয়া গ্রামের মো. আবুল কাশেমের বাড়ি থেকে ৪টি গরু নিয়ে গেছে চোর চক্রের সদস্যরা।
অভিযোগে জানা যায়, রোববার (২৬ জানুয়ারি) রাতে গেইটের তালা কেটে গোয়ালঘরে থাকা ৪টি গরু নিয়ে যায় অজ্ঞাত কয়েকজন ব্যক্তি। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে চার লাখ টাকা। সোমবার (২৭ জানুয়ারি) সকালে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ভালুকা মডেল থানার ওসি শামসুল হুদা খান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আপন দেশ/এসএমএস/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।