
ছবি: আপন দেশ
কিশোরগঞ্জে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার মো. শাহ আলম (৩১) শহরের নিউটাউন পশ্চিম তারাপাশা এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে।
রোববার (২৬ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নিজবাড়ি থেকে গ্রেফতার করা হয়।
সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে বিষয়টি জানান, র্যাব, ১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) লুৎফা বেগম।
গ্রেফতার আসামিকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আপন দেশ/এসএমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।