Apan Desh | আপন দেশ

কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৯, ২৭ জানুয়ারি ২০২৫

কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ছবি: আপন দেশ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সিএনজি চালিত অটোরিকশা ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মুর্শিদ মিয়া (৪২) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২৭জানুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলার দ্বাড়িয়াকান্দি-ডুমরাকান্দা রাস্তার উত্তর সালুয়া সরকার বাড়ি নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। মুর্শিদ মিয়া উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া গ্রামের আব্দুল হাসিমের ছেলে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তমাল কান্তি মল্লিক বলেন, নিহতের শরীরের বিভিন্ন জায়গায় কাটাজনিত আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।

কুলিয়ারচর থানার ওসি মো. হেলাল উদ্দিন পিপিএম বলেন, মুর্শিদ মিয়ার মরদেহ উদ্ধার করে থানায় আনার পর পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়