
ছবি: আপন দেশ
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পাবনার চাটমোহর উপজেলা শাখার সাবেক সভাপতি আব্দুল আলীমকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে চাটমোহর পৌর সদরের কাজীপাড়া মহল্লার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আলীম উপজেলার বিলচলন ইউনিয়নের কুমারগাড়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে।
চাটমোহর থানার ওসি মনজুরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চাটমোহর উপজেলাধীন গুনাইগাছা ইউনিয়নে একটি বিস্ফোরক মামলার আসামি ছিলেন আলীম। সেই মামলায় তাকে গ্রেফতার করে দুপুরে পাবনা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে, চাটমোহর থানা থেকে পাবনা আদালতে নেয়ার জন্য হ্যান্ডকাপ পরিয়ে গাড়িতে তোলার সময় থানা চত্বরে সাংবাদিকেদের দেখে ‘জয় বাংলা’ শ্লোগান দেন আব্দুল আলীম।
আপন দেশ/এসএমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।