
স্বজনদের আহাজারি যেন থামছেই না।
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রাণ গেল শাহজাহান (৫০) নামের এক ব্যবসায়ীর। সোমবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় তার।
এর আগে গত রোববার আনুমানিক বিকেল ৩ টার দিকে ময়মনসিংহ ব্রিজে অজ্ঞান পার্টির কবলে পড়েন তিনি। পরে ময়মনসিংহের উত্তরবঙ্গ বাস টার্মিনাল এলাকা থেকে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. অলি উল্লাহ সরকার। নিহত শাহজাহানের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের রাজিবপুর গ্রামে। তিনি ওই গ্রামের ইয়াকুব আলী মাস্টারের ছেলে। এ ঘটনায় পরিবার ও এলাকায় চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারি যেন থামছেই না।
স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শাহজাহান কবির রাজিবপুর ইউনিয়নের মধুপুর বাজারে একটি ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স পণ্যের শোরুমের ব্যবসা করতেন। রোববার দুপুরে ব্যবসায়িক কাজে বের হয়েছিলেন শাহজাহান। সাথে ছিল ব্যবসায়িক কাজে এক লোককে দেয়ার জন্য ১ লাখ টাকা। পথে ময়মনসিংহ ব্রিজে অজ্ঞান পার্টির কবলে পড়েন তিনি। শাহজাহানের কাছ থেকে ১ লাখ টাকা খোয়া গেছে বলে জানা গেছে।
নিহতের ভাতিজা মো. এনামুল হক জানান, আমার চাচা খুব সাদা মনের মানুষ ছিলেন। ব্যবসায়িক কাজে বাসা বের হয়ে তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন। আমার চাচার মতো যাতে এভাবে আর কেউ অজ্ঞান পার্টির খপ্পরে প্রাণ না হারায়, এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষ যেন অজ্ঞান পার্টি নির্মূলে পদক্ষেপ গ্রহণ করেন।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মো. আব্দুল আলী ফকির বলেন, শুনেছি এক লোক টাকা পেত শাহজাহানের কাছে। টাকা নিয়ে ময়মনসিংহ যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অচেতন হয়ে যায় শাহজাহান। আজ হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি খুবই দুঃখজনক।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. ওবায়দুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি। যেহেতু ঘটনাস্থল ময়মনসিংহের কোতোয়ালি থানাধীন, সেহেতু তারা আইনানুগ ব্যাবস্থা নিবেন।
এ প্রসঙ্গে কোতোয়ালি থানার ওসি শফিকুল ইসলাম খান বলেন, খোঁজ-খবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।
আপন দেশ/এসএমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।