
ছবি: আপন দেশ
রাঙামাটিতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৮ জানুয়ারী) সন্ধ্যায় সংগঠনটির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলিম।
সভায় আমির বলেন, দ্বীনের জন্য, ইসলামের জন্য আমরা সাধ্যমতো কাজ কররো। দুনিয়ার জীবনটা যত পরিছন্ন থাকবে, আখিরাতের জীবন তত স্বচ্ছ হবে।
আমির গণমাধ্যম কর্মীদের উদ্দ্যেশে বলেন, আপনারা ন্যায়-অন্যায় পার্থক্যটা তুলে ধরুন। সত্যকে তুলে ধরুন। এটাও আপনাদের নৈতিক দায়িত্ব। জামায়াত সত্য ও ন্যায়ের পথে রয়েছে। ইনসাফ রাষ্ট প্রতিষ্ঠায় জামায়াত কাজ করছে।
সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পৌর জামায়াতের আমির মো. মাঈনুদ্দীন। এ সময় সেক্রেটারি হাফেজ আবুল বাশার, এসিসট্যান্ট সেক্রেটারি এ্যাডভোকেট রহমত উল্লাহ, রাঙামাটি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, এবং রাঙামাটি প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আনোয়ার আল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আপন দেশ/এসএমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।