
ছবি : আপন দেশ
কুড়িগ্রামের রৌমারীতে অভিযান চালিয়ে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ সাইদুর রহমান (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রৌমারী বাজার গোলামোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি উপজেলার যাদুর চর ইউনিয়নের চাকতাবাড়ি এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, রৌমারী থানা পুলিশের একটি দল বুধবার সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলার রৌমারী বাজার গোলামোড় এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে ওই এলাকা থেকে থেকে যাদুরচর ইউনিয়নের চাকতবাড়ি এলাকার মাদক কারবারি মো. সাইদুর রহমানকে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
রৌমারী থানার এসআই রফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। মামলার পর আসামীকে কুড়িগ্রাম কোর্টে পাঠানো হবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।