Apan Desh | আপন দেশ

প্রধান শিক্ষকের পদত্যাগপত্র কার্যকরের দাবিতে বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০৩, ২৯ জানুয়ারি ২০২৫

প্রধান শিক্ষকের পদত্যাগপত্র কার্যকরের দাবিতে বিক্ষোভ

ছবি : আপন দেশ

নোয়াখালীর সদর উপজেলার মৃধারহাট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষকের পদত্যাগপত্র কার্যকরের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের মৃধারহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী-শিক্ষকরা এ কর্মসূচি পালন করে।  

মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, মৃধারহাট উচ্চ বিদ্যালয়ের পদত্যাগকৃত প্রধান শিক্ষক হিরন্মময় ভৌমিকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে আন্দোলনে নামে  শিক্ষার্থীরা। আন্দোলনে নেতৃত্ব দেয়া এসএসসি পরীক্ষার্থী শুভ'র ওপর হামলা চালায় বহিরাগত সন্ত্রাসীরা। পদত্যাগকৃত প্রধান শিক্ষকের যোগসাজশে গত ২১ জানুয়ারি এ হামলা চালায় তারা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ১০ অক্টোবর পদত্যাগ করেন ফ্যাসিস্ট্রের দোসর হিরন্মময় ভৌমিক। তার পদত্যাগপত্র দ্রুত কার্যকরের দাবি জানান শিক্ষার্থীরা। 

পদত্যাগকৃত প্রধান শিক্ষক হিরন্মময় ভৌমিক এসব অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, এ ঘটনায় আমি শিক্ষা উপদেষ্টাসহ সংশ্লিষ্ট একাধিক কার্যালয়ে লিখিত ভাবে জানিয়েছি।  প্রশাসন তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।  

মানববন্ধনে বক্তব্য রাখেন, মৃধারহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দেবব্রত দাস, সহাকরী শিক্ষক কাজী হাবীবুর রহমান, হামলার শিকার শিক্ষার্থীর মা মারজাহান আক্তর, হামলার শিকার শিক্ষার্থী মাহফুজ শুভ, শিক্ষার্থী ফারিয়া পারভিন ও শারমিন আক্তার।  

সদর উপজেলার ইউএনও আখিনূর জাহান নীলা বলেন, ওই শিক্ষককে জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছে বলে তিনি একটি লিখিত অভিযোগ দিয়েছেন। সে শিক্ষকের বিরুদ্ধে একটি তদন্ত কমিটি ঘটন করা হয়েছে। তদন্ত কমিটিও কাজ করছে। শিক্ষার্থীর ওপর হামলা হলে এ বিষয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।  

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়