
ছবি: আপন দেশ
‘স্থায়ী বাঁধ চাই, নদী ভাঙন রোধ চাই’ এ স্লোগান সামনে রেখে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ও ঘোগাদহ ইউনিয়নে দুধকুমার নদের ভাঙন রোধে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে স্থানীয় কয়েকশ মানুষের অংশ গ্রহণে উপজেলার ঘোগাদহ ইউনিয়নের সবুজ পাড়া গুচ্ছগ্রাম এলাকায় দুধকুমার নদের তীরে মানববন্ধন কর্মসূচি পালন করে ক্ষতিগ্রস্তরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী সরকার, সদর উপজেলা পরিষদের অপসারিত ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শামসুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ও সদর উপজেলা যুবদল সহ-সভাপতি সাইদুল হক প্রমুখ।
বক্তারা বলেন, দুধকুমার নদের অব্যাহত ভাঙনে গত একবছরে ঘোগাদহ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের খারুয়ার পাড়, সবুজ পাড়া, গুচ্ছগ্রাম, কালাই পাড়াসহ যাত্রাপুর ইউনিয়নের বানিয়া পাড়া এলাকার অন্তত ২০০ শ বসতবাড়ি নদী গর্ভে বিলীন হয়েছে। ভাঙন হুমকিতে রয়েছে এসব এলাকার শতশত বসতবাড়ি, স্কুল, মসজিদ ও মাদ্রাসাসহ ফসলি জমি। দ্রুত পদক্ষেপ না নিলে নিশ্চিহ্ন হতে পারে এসব এলাকা। তাই সরকার ও সংশ্লিষ্ট বিভাগের প্রতি নদী ভাঙনের স্থায়ী প্রতিরোধের দাবী জানান বক্তারা।
আপন দেশ/এসএমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।