Apan Desh | আপন দেশ

ভালুকায় বাড়ির মালিককে জিম্মি করে ডাকাতি

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা

প্রকাশিত: ১৬:০৭, ২৯ জানুয়ারি ২০২৫

ভালুকায় বাড়ির মালিককে জিম্মি করে ডাকাতি

ছবি: আপন দেশ

ময়মনসিংহের ভালুকায় গেট ভেঙে বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (২৮ জানুয়ারি) ভোররাতে উপজেলার ধীতপুর ইউনিয়নের বহুলী গ্রামের খাদিমুলের বাড়িতে ওই ঘটে।

বাড়ির মালিক খাদিমুল জানান, রাত ৪টার দিকে একদল ডাকাত তার বাসার মূল ফটকের লক ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে। পরে পরিবারের সদস্যদের বেঁধে রাখে ও মারধর করে। এ সময় ঘরে থাকা দুই লক্ষ টাকার গয়না ও নগদ ৫৫ হাজার টাকা নিয়ে যায়। বুধবার সকালে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভালুকা মডেল থানার ওসি শামসুল হুদা খান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়