
ছবি: আপন দেশ
রাঙামাটিতে বাজার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ ও পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
বুধবার (২৯ জানুয়ারি) শহরের বৃহত্তর বনরূপা বাজার পরিদর্শন করেন তারা।
পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এরই ধারাবাহিকতায় স্থানীয় প্রশাসন বাজার মনিটরিং করছে। যেখানে অসংগতি সেখানে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে।
পুলিশ সুপার বলেন, জেলা প্রশাসনের কার্যক্রম সার্বিকভাবে পরিচালনার জন্য পুলিশ প্রশাসন সর্বাত্বক সহযোগিতা করবে।
এর আগে জেলা প্রশাসক প্রথমে মারি স্টেডিয়ামের পাশে ওএমএস এর চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিনসহ অন্যান্য প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপন দেশ/এসএমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।