Apan Desh | আপন দেশ

দাফনের ৫ মাস পর শহীদ সুমনের মরদেহ উত্তোলন

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৯, ২৯ জানুয়ারি ২০২৫

দাফনের ৫ মাস পর শহীদ সুমনের মরদেহ উত্তোলন

ছবি: আপন দেশ

পঞ্চগড়ের বোদায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সুমন ইসলামের (২১) মরদেহটি কবর থেকে উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে দাফনের ১৭৪ দিন পর এ শহীদের মরদেহ উত্তোলন করা হলো।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে সাকোয়া ইউনিয়নের আমিননগর গ্রামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফুয়াদের উপস্থিতিতে কবর থেকে মরদেহটি উত্তোলন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সুমন ইসলাম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই মনিরুল ইসলাম, বোদা থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দীন, সাকোয়া ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম ও নিহত সুমনের পরিবার। 

নিহত সুমন আমিননগর গ্রামের হামিদ আলীর ছেলে। সুমন ইসলামের হত্যা মামলাটি ৫ আগষ্ট ঢাকার আশুলিয়া থানার দায়ের করা হয়।

মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিলে ৫ আগস্ট আশুলিয়া থানাধীন বাইপাইল মোড় আরএমএসটি টাওয়ারের দক্ষিণ পাশে গুলিতে গুরুত্বর আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হয়। ৭ আগষ্ট দুপুর ২.২৫ মিনিটে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মুত্যুবরণ করেন। ৮ আগষ্ট সকাল ১০ টায় তার গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দায়ন করা হয়।

নিহত সুমন ইসলামের মা কাজলী বেগম বলেন, সঠিক ও ন্যায় বিচারের আশায় ছেলের লাশ উত্তোলন করা হয়েছে। আমি প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবি করছি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ বলেন, আদালতের নির্দেশে সুমন ইসলামের লাশটি ময়নাতদন্তের জন্য উত্তোলন করা হয়েছে।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়