Apan Desh | আপন দেশ

‘এদোন ঠান্ডা আর কয় দিন থাইকপে বাহে’

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ০৯:২৫, ৩০ জানুয়ারি ২০২৫

‘এদোন ঠান্ডা আর কয় দিন থাইকপে বাহে’

ছবি : আপন দেশ

এদোন ঠান্ডা আর কয় দিন থাইকপে বাহে? আর সইয্য কইরবের পাং না! গাড়িত চইড়লে হাত-ঠ্যাং কাপে! ইনকামও কমি গেইছে! কথা গুলো বলছির্লেন কুড়িগ্রাম সদরের ঘোগাদহের ভ্যানচালক মকবুল মিয়া (৫০)। মকবুল মিয়ার মতো মাঘের হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপছে উত্তরের সীমান্ত ঘেঁষা জেলা কুড়িগ্রাম। তাপমাত্রা নিম্নগামী হওয়ায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। সে-সঙ্গে উত্তরীয় হিমেল বাতাসে দূর্ভোগে রয়েছে জেলার ছিন্নমূল, খেটে-খাওয়া, দিনমজুর ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (২৯ জানুয়ারি) ছিল ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং মঙ্গলবার (২৮ জানুয়ারি) ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। এসব তথ্য জানান রাজারহাট আবহাওয়া অফিস কর্তৃপক্ষ।

এ অবস্থায় চরম ভোগান্তিতে পরেছেন জেলার পাঁচশতাধিক চর ও দ্বীপ চরের নিম্ন আয়ের মানুষ। ঠান্ডায় চরম বিপাকে পরেছেন ক্ষেতমজুররা।

পাঁচগাছি ইউনিয়নের চর সিতাইঝাড়ের কৃষি শ্রমিক কয়ছার আলী (৫৫) বলেন, কয়দিন ধরি গৃস্থের ভুঁইয়োত বোরো ধান নাগবার নাগছি। পানি খুউব ঠান্ডা! ঠান্ডা খ্যায়া সর্দি-কাশ শুরু হইছে! মন চায় না কাম কইরবের!

রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, তাপমাত্রা নিম্নগামী হচ্ছে। তাপমাত্রা নিম্নগামী হয়ে তিনদিনে প্রায় দেড় ডিগ্রি কমেছে। তবে এখন পর্যন্ত শৈত্য প্রবাহের পূর্বাভাস নেই আমাদের কাছে। পেলে জানানো হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়