
ছবি সংগৃহীত
বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন মারা গেছেন। আহত হয়েছেন আরও ৫ জন। দুর্ঘটনার কারনে বগুড়া-নাটোর মহাসড়কে তিন ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ৭ টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম উপজেলার রনবাঘা বাসস্ট্যান্ডে দুর্ঘটনাটি ঘটে।
নিহতের ব্যক্তি মাছবাহী ট্রাকের চালকের সহকারী ছিলেন বলে পুলিশ জানিয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে। নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খুলনা থেকে মাছবাহী একটি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। অপর দিকে বালুবাহী একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বনবাঘা বাসস্ট্যান্ডে মহসড়কে বালুবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে একটি অটোরিকশার। এরপরপরই বিপরীতমুখি মাছবাহী ট্রাকের সঙ্গে বালু বাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। মাছবাহী ট্রাকের চালকের সহকারি ট্রাকের চাপা লেগে সেখানেই মারা যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ট্রাকের কেবিন কেটে চালকের সহকারির মরদেহ উদ্ধার করে। এছাড়াও দুই ট্রাকের চালক, একজন সহকারি ও অটো রিকশার দুইজন যাত্রীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয় ফায়ার সার্ভিসের কর্মীরা।
ওসি বলেন, দুর্ঘটনার কারনে সকাল ১০ টা পর্যন্ত মহাসড়কে যানজট লেগে থাকে। পরে হাইওয়ে পুলিশের হস্তক্ষেপে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনা কবলিত ট্রাক দুইটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।