
প্রতীকী ছবি
ফরিদপুরের সদরপুর উপজেলায় ইমামের বিরুদ্ধে ৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিশুকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। অভিযুক্ত ইমামের নাম আব্দুল আহাদ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার হাটকৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ঘটনা এটি।
শিশুটির পরিবারের অভিযোগ, মসজিদের পাশের বাড়ির ওই শিশুকে বাদাম খাওয়ানোর কথা বলে মসজিদের বারান্দায় নিজ ঘরে নিয়ে যান ইমাম। ধর্ষণের চেষ্টার সময় চিৎকারে শিশুটির মা দৌড়ে এসে তাকে উদ্ধার করে। এ সময় স্থানীয়রা সই ইমামকে ধরেও ফেলে। তবে একপর্যায়ে স্থানীয় প্রভাবশালীরা ইমামকে পালিয়ে যেতে সাহায্য করে।
সদরপুর থানার ওসি মো আব্দুল মোতালেব বলেন, শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্ত আব্দুল আহাদকে গ্রেফতারের চেষ্টা চলছে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।