
ছবি: আপন দেশ
নাটোরের দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থী খাতুনের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রতিনিধি হিসেবে বিএনপির স্বাস্হ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের নেতৃত্বে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদসহ লালপুরের কাজিপাড়া প্রার্থনা বাড়িতে যান।
তারেক রহমানের প্রতিনিধি দল প্রার্থনাকে মেডিকেলে পড়াশোনার ১ সেট বই, ১ সেট কংকাল, এপ্রোন ও প্রয়োজনীয় নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ডা. গোলাম রব্বানী ও সাবেক সাধারণ সম্পাদক ডা. ফজলুল হক নয়ন, রংপুর মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ডা. আমিনুর রহমান রনি, রাজশাহী জেলা ছাত্রদলের সভাপতি এস এম সালাউদ্দিন শামীমসহ, স্থানীয় বিএনপি ও অংগসংগঠনের নেতাবৃন্দ।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।