
ছবি: আপন দেশ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও কাশিপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষসহ তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (০১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় গ্রেফতার তিনজনকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে সহকারী পুলিশ সুপার (নাগেশ্বরী সার্কেল) মো. মোজাম্মেল হকের নেতৃত্বে তিনটি পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও কাশিপুর ডিগ্রি মহাবিদ্যালয় অধ্যক্ষ আব্দুল্লাহেল বাকি খন্দকার (৫৯), বড়ভিটা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি প্রতাপ চক্রবর্তী (৪৭) ও উপজেলা যুবলীগ নেতা আব্দুল খালেক (৪৪)।
ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শেখ হাসিনার দেশত্যাগের পর বাকি খন্দকারসহ অন্যান্যরা দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে তারা এলাকায় ফিরেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পরে গত ৪ আগষ্ট ফুলবাড়ীতে ছাত্রজনতার মিছিলে হামলা ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।
আপন দেশ/ এম এস/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।