Apan Desh | আপন দেশ

বিএনপির দুগ্রুপে সংঘর্ষ, স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

কুমিল্লা প্রতিনিধি  

প্রকাশিত: ২২:২৩, ১ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২২:২৫, ১ ফেব্রুয়ারি ২০২৫

বিএনপির দুগ্রুপে সংঘর্ষ, স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

ছবি: আপন দেশ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মো. সেলিম ভূঁইয়া (৫৫) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও পাঁচজন। 

শনিবার (০১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার বাঙ্গড্ডা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সেলিম ভূঁইয়া উপজেলার হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছিলেন। তিনি একই ইউনিয়নের হেসাখাল গ্রামের আবদুল খালেকের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি মোবাশ্বের আলম ভূঁইয়ার সমর্থকরা বাঙ্গড্ডা বাদশা মিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে কর্মীর সভার আয়োজন করেন। বিকেল সোয়া ৩টার দিকে সাবেক এমপি আবদুল গফুর ভূঁইয়া সমর্থকরা সভাস্থলের পাশ নিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা করেন।

এ সময় উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় গফুর ভূঁইয়ার বেশ কয়েকজন নেতাকর্মী আহত হলে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেলিম ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে সাবেক এমপি আবদুল গফুর ভূঁইয়া বলেন, দুপুরে বাসন্ডা গ্রামে এক কর্মীর বাড়িতে দাওয়াত খেতে যাই। সেখান থেকে ফেরার পথে বাঙ্গড্ডা বাজার এলাকায় মোবাশ্বেরের লোকজন আমার নেতাকর্মীদের ওপর হামলা করলে ৫-৬ জন আহত হয়। পরে গুরুতর অবস্থায় সেলিম ভূঁইয়াকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমি পরিকল্পিত এ হত্যাকাণ্ডের বিচার দাবি করছি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, আমার নেতাকর্মীদের সঙ্গে কারো হামলার ঘটনাই ঘটেনি। আমি বিকেল সাড়ে ৪টায় কর্মীসভা স্থলে প্রবেশ করে শান্তিপূর্ণভাবে বক্তব্য দিয়ে সাড়ে ৫টায় স্থান ত্যাগ করি। এমন কোনো খবরও পাইনি।

নাঙ্গলকোট থানার ওসি বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।েএতে একজন নিহত হয়েছে। মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/ এমএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়