Apan Desh | আপন দেশ

ইট বোঝাই ট্রলির চাপায় প্রাণ গেল শিশুর

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪০, ২ ফেব্রুয়ারি ২০২৫

ইট বোঝাই ট্রলির চাপায় প্রাণ গেল শিশুর

ছবি : আপন দেশ

সাতক্ষীরার দেবহাটায় ইট বোঝাই ট্রলিতে পিষ্ট হয়ে মিম আক্তার (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দেবিশহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মিম আক্তার নওয়াপাড়া ইউনিয়নের কালাবাড়িয়া গ্রামের আলমগীর হোসেনের মেয়ে। সে দেবিশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন জানায়, প্রতিদিনের ন্যায় রোববার সকালে পায়ে হেটে স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বেরিয়েছিল মিম। কিন্ত স্কুলে পৌঁছানোর আগেই দ্রুতগামী ইট বোঝাই একটি ট্রলি তাকে চাপা দেয়। এতে মাথাসহ মুখমন্ডল পিষ্ট হয়ে ঘটনাস্থলের মিমের মর্মান্তিক মৃত্যু হয়।

দেবহাটা থানার ওসি হযরত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনার পরপরই ট্রলি চালক কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে প্রশাসনের নিস্ক্রিয়তার কারণে দেবহাটা উপজেলাব্যাপী ইট ভাটার মাটি ও ইট সরবরাহে নিয়োজিত ট্রলি, ডাম্পার ট্রাকসহ অন্যান্য অবৈধ যানবাহন রাতদিন দাপিয়ে বেড়ানোয় প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটেই চলেছে। এতে করে ক্ষুব্ধ উপজেলাবাসি এসব অবৈধ যানবাহন চলাচল বন্ধে বারবার উপজেলা প্রশাসনের কাছে দাবি জানালেও তা বন্ধে কার্যকর কোন পদক্ষেপ চোখে পড়েনি। উপরন্তু এসব অবৈধ যানবাহন থেকে মাসিক ভিত্তিতে মাসোয়ারা আদায়েরও সুর্নিদ্দিষ্ট অভিযোগ রয়েছে স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনের একাধিক কর্মকর্তার বিরুদ্ধে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়