
ছবি: আপন দেশ
হবিগঞ্জে আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির লিফলেট বিতরণের সময় একব্যক্তিকে আটক করেছে জনতা। পরে তাকে পিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করা হয়। শনিবার (০১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ওই আইনজীবীকে হবিগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করে বিএনপি, যুবদল, ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।
আটক ব্যক্তি হলেন, শহরের উত্তর শ্যামলী এলাকার অ্যাডভোকেট মো. শামীম আহমেদ (৫৫)। তিনি সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, আদালতের সাবেক এপিপি ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা।
পুলিশ জানায়, শনিবার (০১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির লিফলেট বিতরণ করেন। বিষয়টি নজরে আসলে বিএনপি, যুবদল, ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতা তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে সদর মডেল থানার ওসি আলমগীর কবীর বলেন, লিফলেট বিতরণকালে উত্তেজিত জনতা শামীম আহমেদকে আটক করে। তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার সম্পৃক্ততা পেলে তাকে গ্রেফতার দেখানো হবে।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।