Apan Desh | আপন দেশ

কমিটির তালিকায় নেই ছেলের নাম

প্রকাশ্যে প্রধান শিক্ষককে পেটালেন বিএনপি নেতা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৩, ২ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৬:৫৬, ২ ফেব্রুয়ারি ২০২৫

প্রকাশ্যে প্রধান শিক্ষককে পেটালেন বিএনপি নেতা

ছবি: আপন দেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিদ্যালয়ের এডহক কমিটিতে ছেলের নাম না দেয়ায় প্রধান শিক্ষককে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। রোববার (০২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের পন্ডিতেরহাট বাজারে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার শিক্ষক হলেন, উপজেলার পশ্চিম চরকাঁকড়া পন্ডিতেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এন.এন ইয়াছিন। আর অভিযুক্ত হলেন, ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য ডা. রেজাউল হক (৫৫)।

এ বিষয়ে ওই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো.জাকির হোসেন সরকার বলেন, গত দুই সপ্তাহ ধরে বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নিয়ে আলোচনা চলছিল। রেজাউল হকের শিক্ষাগত যোগ্যতা না থাকায় তিনি ওই কমিটির সভাপতি বানাতে তার ছেলে তানভীর হোসেন শুভর (২৮) নাম প্রস্তাব করে। কিন্ত শুভর বয়স কম হওয়ায় বয়োজৈষ্ঠ এ.বি.এম ছিদ্দিক, এ.কে এম আব্দুল ওহাব ও গোলাম সরওয়ারের নামের তালিকা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়।

তিনি আরও বলেন, এতে প্রধান শিক্ষকের ওপর ক্ষিপ্ত হয় রেজাউল হক। এদিন বেলা ১১টার দিকে বিদ্যালয়ে থেকে বাড়ি যাওয়ার পথে পন্ডিতেরহাট বাজারে প্রধান শিক্ষকের পথ আটকায় ওই বিএনপি নেতা। একপর্যায়ে প্রধান শিক্ষককে প্রকাশ্যে গালমন্দ করে কিলঘুষি মারেন। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রেজাউল হকের ওষুধের ফার্মেসি ভাংচুর করে তাকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। পরে প্রধান শিক্ষকের কাছে প্রকাশ্যে ক্ষমা চান তিনি।  

অভিযোগের বিষয়ে জানতে চাইলে রেজাউল হক বিষয়টি অস্বীকার করে বলেন, প্রধান শিক্ষককে মারধরের কোন ঘটনা ঘটেনি। তবে একটু গালমন্দ করেছি। 

এ সময় পাল্টা অভিযোগ করে তিনি বলেন, ওই বিদ্যালয় পরিচালনা কমিটিতে গত ১৪ বছর ধরে নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি।  তার ছেলে মাস্টার্স পাশ। তার সঙ্গে আরও তিনজন এডহক কমিটিতে প্রার্থী সবাই ডিগ্রি পাশ। প্রধান শিক্ষক চক্রান্ত করে তার ছেলের নাম তালিকায়ও রাখেনি।    

এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীমের মুঠোফোনে একাধিক কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আপন দেশ/এমএস  
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়