
ছবি: আপন দেশ
সিলেটে মাজার জিয়ারতে যাওয়ার পথে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ ৪ জন নিহত হয়েছে। রোববার (০২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে ওসমানীনগর উপজেলার উনিশ মাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঢাকার ডেমরা থানার আশুলিয়ার মোসলে উদ্দিন ভুঁইয়ার মেয়ে শামীমা ইয়াসমিন (৩৮), সায়মা আক্তার ইতি (৩৫), ইতির ছেলে আয়ান (৬) ও প্রাইভেট কার চালক নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার মোগদাপাড়ার মিলন ভুঁইয়ার ছেলে সোহেল ভুঁইয়া ( ৩৮)।
পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর-বিশ্বনাথ সার্কেল) আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, নিহতরা ঢাকার ডেমরা থেকে সিলেটে মাজার জিয়ারতের উদ্দেশ্যে আসছিলেন। রোববার (০২ ফেব্রুয়ারি) সকালে ওসমানীগরের উনিশ মাইল নামক স্থানে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন ও পরবর্তীতে হাসপাতালে আরও দুজন মারা যান।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।