Apan Desh | আপন দেশ

স্বেচ্ছাসেবক লীগ নেতা জয়নাল গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩১, ২ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৮:৩২, ২ ফেব্রুয়ারি ২০২৫

স্বেচ্ছাসেবক লীগ নেতা জয়নাল গ্রেফতার

ছবি: সংগৃহীত

চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এস এম জয়নাল আবেদীনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ( ০১ ফেব্রুয়ারি) রাতে শহরের চিত্রলেখা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। সেখানে মেট্রো বেকারি এন্ড কনফেকশনারির ব্যবসা করতেন তিনি।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নাশকতা মামলার সুনির্দিষ্ট অভিযোগের এজাহারনামীয় আসামি হওয়ায় জয়নাল আবেদীনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। জয়নাল আবেদিন স্বেচ্ছাসেবক লীগের সভাপতির পর জেলা আহবায়ক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়