
ছবি: আপন দেশ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লিফলেট বিতরণকালে গ্রেপ্তার এক আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে ।
রোববার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বঙ্গবন্ধু সমাধির পাশে খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
স্থানীয়রা জানান, ওই কলেজের সামনে আওয়ামী লীগের কিছু কর্মী লিফলেট বিতরণ করছিল। এ সময় সাফায়েত গাজী নামে এক আওয়ামী লীগ কর্মীকে পুলিশ গ্রেপ্তার করে। এ সময় তাকে ছিনিয়ে নিতে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষে ৫ পুলিশ সদস্য আহত হয়।
এছাড়া উত্তেজিত আওয়ামী লীগ সমর্থকরা পুলিশের গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে গাড়ি ভাংচুর করে। পরে থানার ওসিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এলে তারাও তোপের মুখে পড়েন। পরে খবর পেয়ে ইউএনও গিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্যদের ছাড়িয়ে নিয়ে যান।
টুঙ্গিপাড়া থানার ওসি খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে জানতে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঈনুল ইসলামের ফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।