Apan Desh | আপন দেশ

৮ ঘন্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০:২৮, ৩ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১০:৫১, ৩ ফেব্রুয়ারি ২০২৫

৮ ঘন্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

ছবি : আপন দেশ

ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। কুয়াশার তীব্রতা কমে আসায় প্রায় ৮ ঘন্টা পর সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮ টার দিকে এ দুই নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বিআইডব্লিউটিসি'র ডিজিএম নাসির হোসেন তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার (২ ফেব্রুয়রি) সন্ধার পর থেকেই নদীতে কুয়াশা পড়তে থাকে, রাতে পদ্মা ও যমুনা নদীতে কুয়াশার চাদরে ঢেকে যায় পুরো নৌপথ। সব দিক বিবেচনা করে রাত সাড়ে ১২টা থেকে দুটি নৌপথে দূর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। কুয়াশার প্রকোপ কমে আসলে সকাল সাড়ে ৮টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় বেশ কিছু যানবাহন নৌপথ পারের অপেক্ষায় রয়েছে এবং এসব যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী নৌপথ পার করা হচ্ছে।  

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ সালাহ উদ্দিন জানান, রোববার রাত সোয়া ১২ টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে কুয়াশায় আচ্ছন্ন হয়ে চ্যানেলের মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছিল।

তবে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে কুয়াশা কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। ঘাটে অপেক্ষমাণ যানবাহনগুলো দ্রুত পারাপারের ব্যবস্থা করা হচ্ছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়