Apan Desh | আপন দেশ

ঘোড়ার গাড়ির আয়ে চলে তাদের জীবীকা

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

প্রকাশিত: ১১:২৪, ৩ ফেব্রুয়ারি ২০২৫

ঘোড়ার গাড়ির আয়ে চলে তাদের জীবীকা

ছবি : আপন দেশ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাঠ থেকে ফসল বহন করে ঘোড়ার গাড়ি। এ বাহনের আয়ের টাকায় চলে জীবন-জীবীকা। বর্তমানে চলছে সরিষা তোলার মৌসুম। ক্ষেত থেকে সরিষা বহন করে গন্তব্যে পৌঁছে দিতে এ বাহন সবচেয়ে উপযোগী। তাই প্রতি বছর পাবনা থেকে ঘোড়ার গাড়ি নিয়ে সিরাজগঞ্জের সুজা এলাকায় আসেন তারা। এবার প্রায় বিশ জন এসেছেন। 

জানা গেছে উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের সবচেয়ে বেশী পরিমাণ আবাদী জমি সুজা মাঠ এলাকায়। বিগত বছরগুলোর মতো এবারও শত শত বিঘা জমিতে সরিষার আবাদ হয়েছে। এরইমধ্যে মাঠ থেকে পাকা সরিষা ফসল তোলা শুরু হয়েছে। 

রোববার (০২ ফেব্রুয়ারি) সুজা এলাকায় গিয়ে দেখা যায়, মাঠ থেকে ঘোড়ার গাড়িতে সরিষা বোঝাই করে কৃষকের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। কয়েক দিন আগে পাবনা জেলা থেকে ঘোড়ার গাড়ি নিয়ে সুজা গ্রামে এসেছেন কয়েক জন। তাদের একজন আজিম। তিনি পাবনার নাজিরপুর থেকে  এসেছেন। গত কয়েক বছর ধরে সুজা এলাকায় সরিষা বহন করে আসছেন। 

আজিম জানান, এক বিঘা জমির সরিষা মাঠ থেকে ঘোড়ার গাড়িতে করে কৃষকের বাড়িতে পৌঁছে দিতে এক হাজার টাকা করে নিচ্ছেন তিনি। সরিষা তোলা শুরু হলে ভোর থেকে শেষ বিকেল অবধি। তারপর সরিষা বহনে ব্যস্ত থাকতে হয়। 

তিনি আরো জানান, এখন সরিষা বহন করছেন। এরপর ধান কাটার মৌসুমে এবং অন্যান্য ফসলও বহন করেন তারা। সে সময় ঘোড়ার গাড়ি নিয়ে বিভিন্ন এলাকায় ছুটে যান। জীবন ও জীবিকায় যেখানে কাজ সেখানই ঘোড়গাড়ি নিয়ে ছুটে চলেন। তার সঙ্গে পাবনা জেলা অঞ্চল থেকে আরো ১৮ থেকে ২০ জন ঘোড়ার গাড়ি নিয়ে এসেছেন। এদের দুজন হলেন লোকমান হোসেন , মনি মিয়া। 

সুজা গ্রামের কৃষক সোলায়মান সরকার প্রায় সাত বিঘা জমিতে টরি ৭ জাতের সরিষার আবাদ করেছেন। শনিবার (০১ ফেব্রুয়ারি) থেকে সরিষা তোলা শুরু করেছেন। এলাকার শ্রমিকরা জমি থেকে সরিষা তুলে রাখছেন। তার জমির সরিষা তিন জন ঘোড়ার গাড়িতে করে বিঘা প্রতি এক হাজার টাকা চুক্তিতে বাড়িতে পৌঁছে দিচ্ছেন। 

তিনি জানান, ঘোড়ার গাড়িতে সরিষা বহনে খরচ কম আর বেশ সুবিধা হচ্ছে। সরিষা তোলার পর সেসব জমিতে বোরো (ইরি) ধান আবাদ করবেন।

সুজা এলাকায় আসা ঘোড়ার গাড়ি চালক মালিকেরা দিনভর মাঠে খেটে সুজা বাজারের কাছাকাছিতে রাতে থাকছেন। তারা জানান আগামী দিন পাঁচেকের মধ্যে বিভিন্ন এলাকা থেকে ঘোাঁর গাড়ি নিয়ে আরও ৫০ জন সরিষা বহনের জন্য সুজা এলাকায় আসবেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়