
ছবি: আপন দেশ
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাঙামাটির কাউখালী উপজেলা বিএনপির চার নেতাকর্মীকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (০৩ ফেব্রুয়ারী) উপজেলা বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব মেম্বার কর্তৃক স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানা গেছে।
বহিস্কৃতরা হলেন, বিএনপি নেতা জিয়া উদ্দিন বাবলু, মো. রুবেল, ঘাগড়া ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক সেলিম ও একই ইউনিয়ন যুবদলের সদস্য মো. তৈয়ব আলী।
বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, দলীয় পরিচয় ব্যবহার করে শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডের অভিযোগে বিএনপি নেতা জিয়া উদ্দিন বাবলু, মো. রুবেল, ঘাগড়া ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক সেলিম ও যুবদলের সদস্য মো. তৈয়ব আলীকে বহিষ্কার করা হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।