
ছবি: আপন দেশ
টাঙ্গাইলের সদর উপজেলায় ফুলচান (১৮) নামে এক রডমিস্ত্রীর খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে । সোমবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করে উপজেলার দাইন্যা ইউনিয়বাসী।
মানববন্ধনে বক্তব্য দেন, ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লাভলু মিয়া লাবু, জেলা রাজ ও রড মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুল কাদের, সাধারণ সম্পাদক মো. শাহাদত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ফরিদ মিয়া, নিহত ফুলচানের বাবা স্বন্দেশ মিয়া প্রমুখ।
এ সময় নিহতের বাবা বলেন, আমার ছেলে কি দোষ করেছিল? যে কারণে তাকে নির্মমভাবে খুন করা হলো। আমি ছেলের হত্যায় জড়িত খুনিদের গ্রেফতার করে ফাঁসির দাবি জানায়।
এর আগে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ৮টার দিকে ইউনিয়নের ছোট বিন্নাফৈর এলাকায় রডমিস্ত্রী ফুলচান মিয়া খুন হন। পরে স্থানীয়রা ফুলচানের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।