Apan Desh | আপন দেশ

কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ২২:০৪, ৩ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২২:০৫, ৩ ফেব্রুয়ারি ২০২৫

কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

মোস্তাফিজুর রহমান সাজু

কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান সাজুকে (৪৯) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর শহরের সড়ক ও জনপথ কার্যালয়ের কাছ থেকে তাকে গ্রেফতার করা হয়। কুড়িগ্রাম ডিবি পুলিশের ওসি বজলার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার সাজু কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও ব্যবসায়ী। এছাড়া তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জুর অত্যন্ত ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে সাজু আত্মগোপনে ছিলেন। তবে রংপুর শহরে বিভিন্ন সময় তাকে দেখা যেত বলে তার ঘনিষ্ঠজন সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, গ্রেফতার সাজু কুড়িগ্রামে বৈষম্যবিরোধী অন্দোলনে শিক্ষার্থী আশিক হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি।

ওসি বজলার রহমান বলেন, আমি একটি টিম নিয়ে রংপুর থেকে সাজুকে গ্রেফতার করে কুড়িগ্রামে নিয়ে এসেছি। তাকে কুড়িগ্রাম সদর থানা হাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মামলার তথ্য উপাত্ত যাচাই করে মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) আদালতে সোপর্দ করা হবে।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়