Apan Desh | আপন দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে দুজন নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২১, ৪ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৩:২১, ৪ ফেব্রুয়ারি ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে  দুজন নিহত

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি-সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে দুই পক্ষের দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। মঙ্গলবার (0৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামের ঘটনা এটি। নিহতরা হলেন কালীকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামের মৃত ওমর আলীর ছেলে আজাদ মিয়া (৫০) ও তার প্রতিপক্ষ ভাতিজা ইনসান মিয়ার পক্ষের আনামত মিয়া (৫২)। নিহত আমানত একই গ্রামের মিছির আলী ছেলে।

নিহত ব্যক্তিদের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে উপজেলার বিশুতারা গ্রামের একটি বসতবাড়ি চাচা আজাদ মিয়ার সঙ্গে তার ভাতিজা ইনসান মিয়ার বিরোধ চলছিল। এর জেরে সকালে আজাদ মিয়া তার দোকান খোলার সময় ইনসান মিয়া ও তার লোকজন দেশি অস্ত্র নিয়ে আজাদ মিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন।

তারা আরও জানায়, এরপরই প্রতিশোধ নিতে আজাদ মিয়ার পক্ষের লোকজন ইনসান মিয়ার পক্ষের আমানত মিয়ার ওপর হামলা করে তাকে বল্লম দিয়ে আঘাত করেন। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সরাইল থানার ওসি রফিকুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়