Apan Desh | আপন দেশ

বালুবাহী ট্রাকচাপায় তরুণের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩২, ৪ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৫:৩৪, ৪ ফেব্রুয়ারি ২০২৫

বালুবাহী ট্রাকচাপায় তরুণের মৃত্যু

ছবি: আপন দেশ

নোয়াখালীর সেনবাগে বালুবাহী ট্রাকচাপায় নজরুল ইসলাম (২৫) নামে এক এক অটোরিকশা যাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) সকালের দিকে উপজেলার আজিজপুর পোলের গোড়ার এলাকায় নোয়াখালী-ফেনী হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নজরুল ইসলাম উপজেলার কাবিলপুর ইউনিয়নের আজিজপুর গ্রামের আবুল কালামের ছেলে।  

স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে নজরুল অটোরিকশা যোগে বাড়ি থেকে স্থানীয় বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে আজিজপুর পোলের গোড়া এলাকায় পৌঁছালে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী ট্রাকের সামনে চলে যায়। এ সময় ট্রাকটি অটোরিকশাকে চাপা দিলে নজরুল ঘটনাস্থলেই মারা যায়। 

এ ঘটনায় ট্রাক চালক পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাকটি আটক করে। পরে হাইওয়ে পুলিশ ট্রাকটি জব্দ করে।  

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. রুহুল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। তবে ঘটনার পর পরই ট্রাক চালক পালিয়ে যায়। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অপন দেশ/এমএস 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়