Apan Desh | আপন দেশ

ডাকাতির খবরে যৌথবাহিনীর অভিযান, আটক ২

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১৫:৫৭, ৪ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৬:০২, ৪ ফেব্রুয়ারি ২০২৫

ডাকাতির খবরে যৌথবাহিনীর অভিযান, আটক ২

ছবি: আপন দেশ

চট্টগ্রাম নগরীর এক ভবনে ডাকাত প্রবেশের খবরে অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনী। এ সময় দুই ডাকাতকে আটক করেন তারা। মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর পাঁচলাইশ থানার ও আর নিজাম রোডের একটি ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই দুপুর দেড়টার দিকে পুরো ভবন ঘিরে ফেলেন যৌথবাহিনীর সদস্যরা। দুপুর ২টায় ঘটনাস্থলে আসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ।

আটক হওয়া দুই ডাকাত হলেন, বায়েজিদ ও আকাশ। পলাতক আসামির নাম এখনও জানা যায়নি। তারা তিনজনই ওই ভবনের মালিকের সহকারি হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ছয়তলা ওই ভবনে প্রবেশ করেন তিন ডাকাত। ভবনের মালিক লোকমান দ্বিতীয় তলায় থাকতেন। সকালে ডাকাতরা তার বাসায় আক্রমণ করে। পরে আশপাশের লোকজন টের পেয়ে পুলিশকে খবর দেন। এ সময় দুই ডাকাত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একজনকে ধরে ফেলে স্থানীয়রা। আরেকজন পালিয়ে যেতে সক্ষম হন। আরেক ডাকাত ভবন মালিককে তার বাসার বাথরুমে নিয়ে বন্দী করে রাখেন।

দুপুর আড়াইটার দিকে ভবন থেকে বেরিয়ে সিএমপি কমিশনার হাসিব আজিজ সাংবাদিকদের বলেন, দুপুর ১২টার দিকে পুলিশ খবর পেয়ে পুরো ভবন ঘিরে ফেলে। এরপর র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা এসে যোগ দেয়। ডাকাতরা প্রথমে ভবনের মালিক লোকমানকে বাথরুমে আটকে রেখেছিল। পরে আমরা অভিযান চালিয়ে তাকে উদ্ধার করি। তিনি কিছুটা আহত হওয়ায় তাকে হাসপাতালে পাঠিয়েছি।

তিনি আরও বলেন, বাড়ির মালিককে রক্ষা করার জন্য আমরা একটি সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছি। এ ঘটনায় দুজন ডাকাতকে আটক করেছি। আমরা আসার আগেই আরেকজন পালিয়েছে। তাকে ধরতে আমরা অভিযান চালাচ্ছি।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়