
ছবি: আপন দেশ
নোয়াখালীর কবিরহাটে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো.জাকির হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে ওই যুবককে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে, সোমবার (০৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে কবিরহাট পৌরসভার দত্তের দিঘীর পাড় এলাকা থেকে জাকিরকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার যুবক উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঘোষবাগ গ্রামের আবুল খায়ের মন্টু সওদাগরের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে মাদরাসা ছুটি হলে ওই শিশু শিক্ষার্থী বাড়ি উদ্দেশ্যে রওনা দেন। কিছু দূর আসার পর জাকিরের সঙ্গে শিশুটির দেখা হয়। তখন ওই শিশুসহ আরও দুই শিক্ষার্থীকে তাদের বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে জাকির তার মোটরসাইকেলে উঠায়। মন্টু সওদাগরের দোকানের সামনে আসার পর দুই শিশুকে নামিয়ে দিলে তারা বাড়ি চলে যায়।
এছাড়া ভুক্তভোগী শিশুকে নিয়ে জাকির দোকানের পাশের পরিত্যক্ত একটি খালি কক্ষে নিয়ে যায় ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়েটি চিৎকার করে। পরে এ ঘটনা কাউকে বললে হত্যার হুমকি দিয়ে মেয়েটিকে বাড়ি পাঠিয়ে দেয়। পরে শিশুটি বাড়িতে এসে তার মাকে ঘটনাটি জানায়।
কবিরহাট থানার ওসি মো.শাহীন মিয়া বলেন, এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় আসামিকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।