সংগৃহীত ছবি
বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপে ২৩টি যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেন।
বাদ আসর ইজতেমার বয়ান মঞ্চের পাশেই যৌতুকবিহীন বিয়ের আসর বসে। এ আসরেই যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে। বিয়ে পড়িয়েছেন মাওলানা জোহাইরুল হাসান।
হাবিবুল্লাহ রায়হান বলেন, বিয়েতে মোহরানা ধার্য করা হয় মোহর ফাতেমির নিয়মানুযায়ী। এ নিয়ম অনুযায়ী মোহরানা ধরা হয় ১৫০ তোলা রুপা বা এর সমমূল্যের অর্থ। এজন্য আগে থেকেই বর-কনের নাম নিবন্ধন করা হয়।
আয়োজকরা জানান, কনের সম্মতিতে দুই পক্ষের লোকজনের উপস্থিতিতে এসব বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়ের পর বয়ান মঞ্চ থেকেই মোনাজাতের মাধ্যমে নবদম্পতিদের সুখ-সমৃদ্ধিময় জীবন কামনা করা হয়। এনিয়ে প্রথম পর্বের দুই ধাপে ৮৬ যুগলের বিয়ে সম্পন্ন হয়েছে।
বিয়ে শেষে উপস্থিত দম্পতিদের স্বজন ও মুসল্লিদের মধ্যে খোরমা-খেজুর বিতরণ করা হয়। তারপর মাগরিবের নামাজের আগেই নবদম্পতিদের জন্য মোনাজাত করা হয়। যৌতুকবিহীন বিয়েতে বর উপস্থিত থাকলেও কনের মতামত নিয়ে উপস্থিত থাকেন তাদের অভিভাবক।
বুধবার (০৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার মধ্যে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে শুরায়ে নিজামের (মাওলানা জুবায়ের অনুসারী) মুসল্লিদের দুই ধাপের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।