Apan Desh | আপন দেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৫, ৪ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২১:২৭, ৪ ফেব্রুয়ারি ২০২৫

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

ছবি: আপন দেশ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় দ্বিতীয় বিয়ে করায় স্বামী রুবেল সরদারের (৩৫) পুরুষাঙ্গ কেটে দিয়েছেন স্ত্রী। সোমবার (০৩ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার কুশলা ইউনিয়নের বিরামেরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। 

আহত রুবেল সরদার ঘাঘর বাজারের থাই অ্যালুমিনিয়াম ব্যবসায়ী। তিনি বিরামেরকান্দি গ্রামের মনজেল সরদারের ছেলে ও দুই সন্তানের জনক।

স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল ১২ বছর আগে উপজেলার বিরামেরকান্দি গ্রামের আমির আলী ফরাজীর মেয়ে রেশমাকে প্রেম করে বিয়ে করে। বিয়ের পর রুবেল সরদারের পরকীয়ার সম্পর্ক থাকার অভিযোগ ওঠে। এ নিয়ে তাদের সংসারে অশান্তি লেগেই থাকতো। ৩ মাস আগে ভিন্ন ধর্মের এক নারীকে বিয়ে করে রুবেল। এতে ক্ষিপ্ত হয়ে রেশমা বেগম সোমবার (০৩ ফেব্রুয়ারি) গভীর রাতে ঘুমন্ত অবস্থায় ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দেন।

এ সময় রুবেল সরদারের চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রুবেলকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। 

রুবেলের মা সাফিয়া বেগম জানান, আমার ছেলে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে তার চিৎকার শুনে বাড়ির লোকজন এগিয়ে গেলে রুবেলের স্ত্রী দৌড়ে পালিয়ে যান। পরে রুবেলকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।

এ ব্যাপারে রেশমা বেগমের সঙ্গে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। তবে তার বোন ফতেমা বেগম বলেন, আমার বোনের ২টি সন্তান রয়েছে। এর পরও ৩ মাস আগে রুবেল অন্য ধর্মের এক নারীকে বিয়ে করে অন্যত্র চলে যান। এতে ক্ষুদ্ধ হয়ে রেশমা এমন কান্ড ঘটাতে পারে। এ ঘটনার সঙ্গে আমরা কেউ জড়িত না।

কোটালীপাড়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপন দেশ/এমসএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়