ফাইল ছবি।
রাঙ্গামাটির কাউখালীতে একটি পরিত্যক্ত ইটভাটা থেকে টিটু (৩৫) নামে এক শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের ডাকবাংলো এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইটভাটা শ্রমিকের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়। তবে তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার গুচ্ছগ্রাম এলালায় শ্বশুরবাড়িতে থাকত। টিটু সাদনান ব্রিকসের ইঞ্জিন মিস্ত্রি ছিলেন বলে জানা গেছে।
ওই ইটভাটা মালিক মো. শামিম কোম্পানি বলেন, টিটু গত এক বছর ধরে তাদের ইটভাটাতে কাজ করছে। দুইদিন আগে তাকে হিসাব নিকাশ বুঝিয়ে দিয়ে বিদায় করে দেয়া হয়েছে। তাকে অগ্রিম দেয়া আরও ১২ হাজার টাকা পাওয়া যাবে।
তিনি আরও বলেন, মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) তাদের পাশের একটি পরিত্যক্ত ইটভাটা থেকে ওই শ্রমিকের মরদের পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
কাউখালী থানার ওসি সাইফুল ইসলাম সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে। মৃতের মুখমণ্ডলে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।