Apan Desh | আপন দেশ

সবজি বোঝাই পিকআপ খাদে, নিহত ৩

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২:৩৫, ৫ ফেব্রুয়ারি ২০২৫

সবজি বোঝাই পিকআপ খাদে, নিহত ৩

ছবি : আপন দেশ

গাজীপুরের কালীগঞ্জে সবজি বোঝাই একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ ৩জন নিহত হয়েছে। বুধবার (০৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার আজমতপুর-ইটাখলা আঞ্চলিক সড়কের নোয়াপাড়া হরিদেবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার সকালে কালীগঞ্জ থেকে একটি পিকআপ সবজি বোঝাই করে ঢাকার দিকে যাচ্ছিলেন। এসময় পিকআপটি আজমতপুর এলাকার নোয়াপাড়া হরিদেবপুর এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খাদে পড়ে৷ পরে স্থানীয়রা গিয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন ঘটনাটি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের নাম পরিচয় শনাক্ত করার চেষ্টা চলমান।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়