ছবি: আপন দেশ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সমলয়ে ধানের চারা রোপণ পদ্ধতি জনপ্রিয় হচ্ছে। রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণ কার্যক্রমটি কৃষকদের মধ্যে বিশেষভাবে গ্রহণযোগ্যতা পাচ্ছে। এ পদ্ধতিতে কৃষকরা কম সময়ে, কম শ্রমে ও কম খরচে অধিক জমিতে চারা রোপণ করতে পারছেন। ফলে উৎপাদন খরচ কমে যাওয়ায় কৃষকরা বেশি লাভের আশা করছেন।
উপজেলার কৃষকরা জানান, রাইস ট্রান্সপ্লান্টার ব্যবহারের ফলে জমিতে সঠিক মাপে চারা রোপণ হয়। এতে চারা কম লাগে ও তাড়াতাড়ি বেশি জমিতে রোপণ করা সম্ভব হয়। এ ছাড়া কৃষি শ্রমিকের মজুরি প্রয়োজন না হওয়ায় খরচও কমে আসে। কৃষি বিভাগও কৃষকদের প্রযুক্তিগত সহায়তা প্রদান করছে ও তাদের উদ্বুদ্ধ করছে।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিস জানিয়েছে, ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের সমলয়ে চাষাবাদে উদ্বুদ্ধ করতে রাইস ট্রান্সপ্লান্টার বিতরণ করা হয়েছে।
ভাঙ্গামোড় এলাকার কৃষক লাভলু মিয়া বলেন, বর্তমানে কৃষি শ্রমিক সংকটের কারণে অনেক সময় ধানের চারা রোপনে বিলম্ব হয়। তাই তিনি রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে বোরো ধানের চারা রোপণ করছেন। এভাবে অল্প সময়ের মধ্যে কম খরচে ধানের চারা রোপণ করা যায়। এতে করে ধান উৎপাদনে বেশি লাভবান হওয়া যায়।
কৃষিযন্ত্র রাইস ট্রান্সপ্লান্টারের চালক কৃষক ফেরদৌস হোসেন বলেন, এ কৃষিযন্ত্রের সাহায্যে ৪৫ মিনিটে এক বিঘা পরিমাণ জমিতে চারা রোপণ করা যায়। আর প্রতি বিঘায় জ্বালানি খরচ হিসেবে ৭০০ থেকে ৮০০ গ্রাম ডিজেলের প্রয়োজন হয়।
কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ভাঙ্গামোড় এলাকায় বুধবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে রাইসপ্লান্টারের সাহায্যে ধানের চারা রোপণের মাধ্যমে সমলয়ে চাষাবাদ-এর উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে খামারবাড়ি কুড়িগ্রামের উপপরিচালক কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন বলেন, ধানের চারা রোপণের জন্য রাইস ট্রান্সপ্লান্টার একটি গুরুত্বপূর্ণ যন্ত্র। যেটি কৃষকের সময় সাশ্রয় করবে ও উৎপাদন ব্যয় কমাবে। আমরা কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের বীজ বপন থেকে শুরু করে ফসল ঘরে তোলা পর্যন্ত কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে সহযোগিতা করে আসছি। যাতে কৃষকরা কম খরচে চাষাবাদে বেশি লাভবান হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিব্বির আহমেদের সভাপতিত্বে সমলয়ে চাষাবাদের উদ্বোধন ও কৃষকদের উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খামারবাড়ি কুড়িগ্রামের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি উপপরিচালক (শস্য) আসাদুজ্জামান খান, উপজেলা কৃষি অফিসার শাহরিয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার ফিরোজ হোসেন, ভিতরবন্দ ইউপি চেয়ারম্যান শফিউল আলম শফি প্রমুখ।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।